মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১, ০৪:৩১ অপরাহ্ন
বাংলা বাংলা English English
Notice :
***সংবাদকর্মী সংগ্রহ চলছে। যোগাযোগ-ফোনঃ ০১৬২৬৭৭৭৬৬৬ ই-মেইলঃ mnalambaec@gmail.com***

সংগীতশিল্পী নোবেল বিতর্কে জড়ানোর মধ্য দিয়ে নিজেক খবরের শিরোনাম করতে পছন্দ করেন এমনটাই দেখা গেছে বারবার

Reporter Name / ৮১৫ Time View
Update : মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
নোবেলের।নেট দুনিয়ায় ঝড় তুলতে এবং নেটিজেনদের কে দৃষ্টি আকর্ষণ করতে কৌশল হিসাবে ব্যবহার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে
Nobel Pic

সংগীতশিল্পী নোবেল বিতর্কে জড়ানোর খবরঃ

নিউজকোড ২৪ ডেস্কঃ সংগীতশিল্পী নোবেল বিতর্কে জড়ানোর মধ্য দিয়ে নিজেকে খবরের শিরোনাম করতে  পছন্দ করেন এমনটাই দেখা গেছে বারবার তা তিনি যেমন করেই হোক। হোক সেটা মঘুর শুর ছড়িয়ে কিংবা বিতর্কে জড়িয়ে। আলোচনা-সমালচনার জগতে থাকাটায় যেন আসল কথা বাংলাদেশী সংগীতশিল্পী  নোবেলের।

নেট দুনিয়ায় ঝড় তুলতে এবং নেটিজেনদের কে দৃষ্টি আকর্ষণ করতে কৌশল হিসাবে ব্যবহার করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।

সংগীতশিল্পী নোবেল বিতর্কে জড়ানো

ঘটনা যা ঘটার তাই ঘটলো।কঠিন সমালোচনার তোপে আর  টিকত না পেরে শেষে আত্ম-সর্মাপন।নিজের ক্যারিয়ারের ভবিষ্যত চিন্তা করে ক্ষমাও চায়লেন নোবেল।

ভারতীয় জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলের রিয়ালিটি শো ‘সারেগামাপা’রমঞ্চ থেকেই আস্তে আস্তে খ্যাতির শিখরে উঠতে শুরু করেছিলেন মঈনুল আহসান নোবেল। আরো খবর পড়তে এখানে ক্লিক করুন।

তবে শো-পরবর্তী সময়ে ব্যক্তি জিবনে নিজ পেশার থেকে বেশি বিতর্কেই জড়িয়েছেন।

বিশিষ্ট গুণিজন ও কিংবদন্তিদের বিরুদ্ধে অশালীন মন্তব্য থেকে শুরু করে ধর্ষণের অভিযোগ- কোনও কিছুর বিতর্কে যেন কমতি নেই তার।

এই প্রথম তিনি কোন দেশের প্রধানমন্ত্রী কে নিয়ে কোটাক্ষ করে কথা বলেছেন।শনিবার মোদিকে ‘চাওয়ালা’ বলে সম্বোধন করে ফেসবুকে একটি পোস্ট দেন এই জনপ্রিয় গায়ক।

দেশে-বিদেশে সব খান থেকেই নেটিজেনদের দাবানলের মুখে পড়তে হয় নোবেল কে।

একজন সংগীতসাধক হয়ে তিনি সামাজিক যোগাযোগে এই কুরুচিকর মন্তব্য কীভাবে করেন, প্রশ্ন তোলেন অনেকেই।

হিন্দুস্তানি নেটিজেনরা আবার ক্ষোভ উগরে দিয়েছেন ওই চ্যানেলের বিরুদ্ধেই, যার তাঁকে খ্যাতি মঞ্চ  যায়গা করে দিয়েছিল।

পুলিশের সিটিটিসির (কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট) এডিসি নাজমুল ইসলাম এই পোস্টের তীব্র নিন্দা করেন।

লেখেন, “নোবেলম্যান! আপনার পেজের প্রচুর পোস্ট দেখলাম। দেশের মানুষ আপনাকে ভালবাসে। আপনার থেকে অনেককিছু শিক্ষা নিতে চায়।

একজন সাইবার কপ হিসেবে আমি আশা করি, আপনি সাইবার নীতি মেনেই পোস্ট করবেন এবং একজন সম্মানিত ব্যক্তি হিসেবে সমাজের প্রতি দায়িত্বশীল হওয়ার পরিচয় দেবেন।”

র‌্যাবের কার্যালয়ে তলবঃ

এদিকে রোববার সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর আগারগাঁওয়ে র‌্যাব-২ কার্যালয়ে  শিল্পী নোবেল কে ডেকে পাঠানো হয়। বেলবেব ৷

র‌্যাবের কর্মকর্তারা গায়ক নোবেলের  সঙ্গে কথা বলেছেন বলে নিউজকোড টুয়েন্টিফোর ডটকমকে জানান র‌্যাব-২ অপস অফিসার এএসপি জাহিদ আহসান।

তিনি বলেন,

“ফেইসবুকে কিছু মন্তব্যের বিষয়ে জানতে তাকে আসতে অনুরোধ করা হয়েছিল। তিনি এসেছিলেন। আমাদের সাথে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে কথা হয়েছে৷ পরে তিনি চলে গেছেন।”

র‌্যাব কার্যালয় থেকে ফিরে ফেইসবুকে থেকে সেই বিতর্কিত মন্তব্যগুলো মুছে ফেলেন।

এবং এক ভিডিও বার্তায় এরুপ হিন মন্তব্যের জন্য দুখঃ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন।

শিল্পী নোবেলের ক্ষমা প্রার্থনাঃ

ভিডিও বার্তায় গায়ক নোবেল বলেন, “আমি বোধোহয় একটু বেশি বেশি করে ফেলেছি।

মানুষ আমার উপর ক্ষিপ্ত অবস্থায় আছেন। এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত।”

এক ভিডিও বার্তায় নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ‘সারেগামাপা’ থেকে উঠে আসা তরুণ শিল্পী নোবেল; সেই মন্তব্যগুলোও ফেইসবুক থেকে মুছে ফেলেছেন।

ভিডিও বার্তায় তিনি বলেন,

“আমি বোধোহয় একটু বেশি বেশি করে ফেলেছি। মানুষ আমার উপর ক্ষিপ্ত অবস্থায় আছেন। এই জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী এবং দুঃখিত।” সংগীতের কিংবদন্তিদের গান শেখাতে চেয়ে গত মঙ্গলবার দেওয়া তার একটি ফেইসবুক স্ট্যাটাস নিয়ে সমালোচনা চলছে।

তিনি ঐ ফেসবুক স্ট্যাটাসে লিখেন,

“বাংলাদেশে তো গত ১০ বছরে ভালো করে কেউ মিউজিকই করেনি। দাঁড়াও তোমার লেজেন্ডদের না হয় আমিই শেখাব, কিভাবে ২০২০ সালে মিউজিক করতে হয়।”

কিংবদন্তিদের নিয়ে এমন ‘বিরূপ’ স্ট্যাটাসে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক সংগীতশিল্পী।

তবে নতুন গানের প্রচারণার অংশ হিসেবে তিনি এমন স্ট্যাটাসে দিয়েছেন বলে দাবি করেন নোবেল।

তিনি বলেন, “কাউকে পারসোনালি অ্যাটাক করার কোনো ইনটেনশন ছিল না। আমি যা করেছি সম্পূর্ণরূপে গানের প্রমোশনের জন্য করেছিলাম।

তারপরও কিছু মানুষ আমার উপর ক্ষিপ্ত। আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, আমাকে ক্ষমা করবেন।” সংগীতশিল্পী নোবেল সম্পর্কে আরো জানতে এখানে ক্লিক করুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

এক ক্লিকে বিভাগের খবর